বিদেশি রিভলবারসহ ‘তিন ডাকাত’ গ্রেপ্তার
পৃথক ডাকাতির ঘটনায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করার দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। গতকাল বুধবার ঢাকা মহানগরী, সাভার, যশোরসহ বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দাপ্রধান এ কে এম হাফিজ আক্তার।
সংবাদ সম্মেলনে বলা হয়, অভিযান পরিচালনা করে ডাকাত দলের জলিল মোল্লা, রিয়াজ ও দীপু নামের তিন জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি রিভলবার, ৫০টি গুলি, দুটি মোটরসাইকেল এবং লুণ্ঠিত এক লাখ টাকা উদ্ধার করা হয়।
এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘গত ২৮ আগস্ট মতিঝিলের এক ব্যবসায়ী মানি এক্সচেঞ্জ থেকে ৬০ লাখ টাকা তুলে গাড়ি করে নিয়ে যাওয়ার সময় দুপুর ১টা ২০ মিনিটে ছয় ডাকাত তাঁর গতিরোধ করে। মোটরসাইকেলে করে মৌচাক ফ্লাইওভারের কাছে এসে তারা আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ব্যাকডালা খুলে ৬০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন ভুক্তভোগী ব্যবসায়ী রমনা থানায় একটি মামলা করেন।’
ডিবিপ্রধান বলেন, এ ছাড়া গত ৪ সেপ্টেম্বর মতিঝিলে অপর ব্যবসায়ীর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সে সময় তাদের ছোড়া গুলিতে একজন আহত হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী।’