বিদ্যুৎখাত রক্ষায় অ্যাবের ১১ দফা সুপারিশ
মহাবিপর্যয়ের হাত থেকে বিদ্যুৎখাতকে রক্ষা করতে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) বেশকিছু প্রস্তাব সুপারিশ আকারে উপস্থাপন করেছে। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল আলোচনায় এই সুপারিশ তুলে ধরেন আয়োজক সংগঠনের মহাসচিব প্রকৌশলী হাছিন আহমেদ।
‘মহাবিপর্যয়ে বিদ্যুৎ খাত : গভীর খাদে অর্থনীতি’ শীর্ষক এই গোলটেবিল আলোচনা হয়। আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সুপারিশগুলো হলো—
১. বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন বাতিল করতে হবে।
২. বিদ্যুৎ ও জ্বালানিখাতের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৩. রেন্টাল/কুইক রেন্টাল কোম্পানির সঙ্গে চুক্তি নবায়ন বন্ধ/বাতিল করতে হবে।
৪. অতিদ্রুত প্রয়োজনীয় বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইন স্থাপন করতে হবে, যাতে ক্যাপাসিটি চার্জ কমানো যায়।
৫. সংকট মোকাবিলায় পেট্টোবাংলা বাপেক্স ইত্যাদি সরকারি সংস্থার মাধ্যমে দেশিয় খনিজ কয়লা ও গ্যাস উত্তোলনের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে একইসঙ্গে দেশি প্রকৌশলী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে উপযুক্ত উদ্যোগ গ্রহণ করতে হবে।
৬. দেশের বিদ্যুৎ ও জ্বালানিখাতকে টেকসই ও নিরাপদ করতে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে ক্রমান্নয়ে মোট উৎপাদনের ৫০ শতাংশ নবায়নযোগ্য শক্তি নির্ভর জ্বালানি নীতি গ্রহণ করতে হবে।
৭. অবৈধ ও অস্বচ্ছ টেন্ডারবিহীন বিদ্যুৎ চুক্তি বাতিল করতে হবে, ক্ষেত্র বিশেষে চুক্তি সংশোধন করে দেশের স্বার্থ রক্ষা করতে হবে।
৮. দেশের শিল্প কারখানা/ বাণিজ্যিক/ আবাসিক অন্যান্য ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা নিরুপণ করে আগামী ২৫ বছরের জন্য বিদ্যুৎ কেন্দ্র সঞ্চালন লাইন ও অন্যান্য অবকাঠামো নির্মাণের ধারাবাহিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।
৯. বিদ্যুৎ সেক্টরের সব ক্রয় বন্টন/ চুক্তির পূর্ণ তথ্য জনগণের জন্য উন্মুক্ত করতে হবে।
১০. বিদ্যুৎখাতের সব চুক্তি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করতে হবে।
১১. বর্তমানে দেশে বার্ষিক বিদ্যুৎ চাহিদা বৃদ্ধির পরিমাণ ৫-৭ শতাংশ, সেই হিসেবে আগামী ৫-৭ বছরে দেশে নতুন কোনো বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজন নেই, বরং বিদ্যমান বিদ্যুৎ কেন্দ্রগুলোর সংস্কার ও বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণের মাধ্যমেই বর্তমান সংকট থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।