বিধিনিষেধ উপেক্ষা করায় হিলিতে ১৫ জনকে জরিমানা
দিনাজপুরের হিলিতে সরকারি বিধিনিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় এক ভুয়া চিকিৎসকসহ ১৫ জনকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মাদক সেবনের অভিযোগে দুজনকে জেল দেওয়া হয়েছে।
আজ সোমবার কঠোর লকডাউনের পঞ্চম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ নূর এ আলম এই অভিযান পরিচালনা করেন।
সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হিলি বাজার, চারমাথা মোড়, সাতকুড়ি রেলগেট, মংলা বাজার, ডাঙ্গাপাড়া বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় কঠোর বিধিনিষেধের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় একজন পল্লিচিকিৎসককে ২০ হাজার টাকাসহ ১৪ জনকে দুই হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে মাদক সেবনের অভিযোগে দুই মাদকসেবীক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর এ আলম বলেন, ‘সারা দিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় ১৪ জনকে দুই হাজার ৭০০ টাকা এবং ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাকাজে জড়িত থাকার অভিযোগে একজন ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে দুজন মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’
জনস্বার্থে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।