বিধিনিষেধ না মানায় সিরাজগঞ্জে ৭৪ জনকে জরিমানা
চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে বিনা কারণে বাইরে ঘোরাফেরা, স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় সিরাজগঞ্জের নয়টি উপজেলায় ৭৪ জনকে ৫১ হাজার ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলার শাহজাদপুর, রায়গঞ্জ, তাড়াশ, বেলকুচি, সদর, উল্লাপাড়া, কামারখন্দ, কাজীপুর ও চৌহালী উপজেলায় ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব অর্থদণ্ড দেওয়া হয়।
করোনা সেলের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মাসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ মানাতে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরাসহ বিভিন্ন বিধিনিষেধ না মানায় ১১টি ভ্রাম্যমাণ আদালত ৬৪টি মামলায় ৭৪ জন ব্যক্তিকে ৫১ হাজার ৫০ টাকা জরিমানা করেন।