বিধিনিষেধ বাস্তবায়নে আশুগঞ্জে সেনা-পুলিশের টহল
করোনাভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারঘোষিত ‘কঠোর লকডাউনে’ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ শহরে আজ শুক্রবার সকাল থেকে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। টহল দিচ্ছেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সারা দেশের মতো জনসাধারণকে সরকারঘোষিত বিধিনিষেধ মানাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ প্রান্তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাবেদ মাহমুদ, ভৈরব র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার আলী আক্কাস প্রমুখ।
এ বিষয়ে ইউএনও অরবিন্দ বিশ্বাস বলেন, করোনা নিয়ন্ত্রণে সরকার যে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়নে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। যারা নির্দেশনা অমান্য করে পথে বেরিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ জরিমানা করছি। ৭ জুলাই পর্যন্ত এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। মোটকথা যারা নির্দেশনা অমান্য করবে, সে যেই হোক—তাকেই আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
ইউএনও এটাও বলেন, করোনা একটি বৈশ্বিক মাহামারি। এটাকে নিয়ন্ত্রণ করতে হলে সবার আগে জনগণের অংশগ্রহণ জরুরি।