বিধিনিষেধ ভঙ্গ করায় দুদিনে ৭৮২ মামলা, সোয়া ছয় লাখ টাকা জরিমানা
ময়মনসিংহে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে ২৫৭টি মামলা করে দুই লাখ ১৯ হাজার ৬৫ টাকা এবং প্রথম দিন ৫২৫টি মামলা করে তিন লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা জরিমানা আদায় করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক এক খুদে বার্তায় এ খবর নিশ্চিত করেছেন। ওই বার্তায় তিনি জানান, সরকারঘোষিত বিধিনিষেধ ভঙ্গকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়েছে। সরকারি বিধিনিষেধ কার্যকর করতে মাঠে ছিল জেলা প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।
ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান চলমান বিধিনিষেধের সার্বিক পরিস্থিতি সরেজমিন গিয়ে পর্যবেক্ষণ করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার প্রথম দিনে ময়মনসিংহে ৫২৫টি মামলা করে তিন লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।