বিনাদোষে কারাভোগ : অবশেষে মুক্তি পেলেন সেই মিনু আক্তার
চট্টগ্রামে বিনা অপরাধে তিন বছর কারাভোগ করা মিনু আক্তার অবশেষে মুক্তি পেয়েছেন। কুলসুম আক্তার কুলসুমী নামের অপর এক সাজাপ্রাপ্ত নারীর পরিবর্তে জেলে গিয়েছিলেন মিনু। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন মিনু আক্তার।
এ সময় তাঁর পক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানান, ‘২০০৬ সালের জুলাই মাসে নগরীর কোতোয়ালি থানা এলাকায় কোহিনুর আক্তার নামের এক পোশাককর্মী হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০১৭ সালের নভেম্বরে আদালত কুলসুম আক্তার কুলসুমী নামের এক নারীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরেও এক বছর কারাদণ্ডের আদেশ দেন। ওই ঘটনায় ২০১৮ সালের ১২ জুন কুলসুমীর পরিবর্তে কারাগারে যান মিনু।
বিনাদোষে কারাভোগ থেকে মুক্তি পেয়ে খুশি মিনু। একইসঙ্গে সন্তোষ প্রকাশ করেন তাঁর পক্ষের আইনজীবীরা।