বিপুল ইয়াবাসহ সৌদিগামী এক যাত্রী আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ সৌদিগামী এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ বুধবার সকালে তাকে আটক করা হয়।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা বলেন, আটক যাত্রী সৌদি আরবে যাচ্ছিলেন। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে বিপুল ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবা তিনি সৌদি আরবে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।
দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।