বিরল প্রজাতির তক্ষকসহ বাবা-ছেলে আটক
মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে বিরল প্রজাতির একটি তক্ষকসহ বাবা ও ছেলেকে আটক করেছে র্যাব-৮ ক্যাম্পের সদস্যরা। আজ শনিবার দুপুরে উপজেলার নয়াকান্দি এলাকা থেকে তক্ষকটি জব্দ ও তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার নয়াকান্দি এলাকার মো. নুর আলম মোল্লা (৪৯) ও তাঁর ছেলে বাবু মোল্লা (২০)।
র্যাব-৮ আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার রাজৈর থানাধীন নয়াকান্দি গ্রামের মো. নুর আলমের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির, সহকারী কমিশনারের (ভূমি)। তারা বন্যপ্রাণী পাচারকারী নুর আলম ও তাঁর ছেলে বাবু মোল্লাকে বিরল প্রজাতির তক্ষকসহ হাতেনাতে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির বন্যপ্রাণি সংরক্ষণ আইনে আটক আসামির প্রত্যেককে ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে জেলা কারাগারে পাঠান।
এ সময় উপজেলা বনবিভাগ জব্দকৃত তক্ষকটি রাজৈর বনে অবমুক্ত করে।
র্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে জানা র্যাবের ওই কর্মকর্তা।