বিরোধীরা রাতেও সরকারের বিষোদগার করছে : তথ্যমন্ত্রী
সরকার বিরোধীরা রাতের বেলায়ও সরকারের বিষোদগার করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিরোধী দল (বিএনপি) সকাল, বিকেল, সন্ধ্যা এমনকি মাঝে মধ্যে রাতের বেলাতেও সরকারের বিষোদগার করছে। যেভাবে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করছে সেটির নজির পার্শ্ববর্তী দেশেও আছে কি না তাকিয়ে দেখুন।’
আজ বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে এসব কথা বলেন মন্ত্রী।
ভারতের কথা টেনে হাছান মাহমুদ বলেন, ‘একটি বক্তব্যের কারণে রাহুল গান্ধীর দুই বছর জেল হয়েছে। সংসদের সদস্যপদ বাতিল হয়েছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে যিনি মামলা করেছেন তিনি বিজেপির একজন সদস্য। আমাদের দেশে বিরোধী দলের নেতারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের দলের ব্যক্তিবর্গের বিরুদ্ধে যেভাবে বক্তব্য রাখেন সে জন্য কি আমরা আদালতে গেছি। এখান থেকেই তো বোঝা যায়, দেশে গণতান্ত্রিক চর্চা এবং বাকস্বাধীনতা কতো বেশি। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়েও অনেক ক্ষেত্রে আমাদের এখানে গণমাধ্যমের স্বাধীনতা বেশি।’
গতকাল জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারাগার থেকে বের হয়ে তিনি বলেছেন, ‘ছোট কারাগার থেকে বড় কারাগারে এসেছি।’ বিএনপি নেতার বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘রিজভী সাহেব যদি মনে করেন উনি ছোট কারাগার থেকে বড় কারাগারে এসেছেন এবং উনি যদি আবার ছোট কারাগারে যেতে চান তাহলে সরকার সে ব্যবস্থা নিতে পারে। কারাগার থেকে বের হয়েই তিনি যে বক্তব্য রেখেছেন, তার মাধ্যমেই প্রমাণিত হয় দেশে বাকস্বাধীনতা আছে।’