বিশ্বে আমরাই সবচেয়ে কম দামে করোনার টিকা দিয়েছি : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আমরাই জনগণকে সবচেয়ে কম দামে করোনার টিকা দিয়েছি। বিশ্বে আর কোনো দেশ বাংলাদেশের চেয়ে কম দামে তাদের জনগণকে টিকা দিতে পারেনি।’
সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনের জবাব দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবচেয়ে বেশি দাম দিয়ে টিকা দিয়েছি বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয়। উলটো আমরা বিশ্বের মধ্যে সবচেয়ে কম দামে জনগণকে টিকা দিয়েছি। বেশি দামে টিকা কিনেছি, ডব্লিউএইচও এ তথ্য দিয়ে থাকলেও, সেটা সঠিক নয়।’
জাহিদ মালেক আরও বলেন, ‘আমরা টিআইবির প্রতিবেদন গ্রহণ করিনি। আমরা অবশ্যই এটি প্রত্যাখ্যান করি। একটি সংস্থা তাদের মতামত প্রকাশ করতে পারে। কোভিড নিয়ন্ত্রণ এবং টিকাদানে বিশ্বে বাংলাদেশ রোলমডেল। টিকার কার্যক্রম অনেক দেশের তুলনায় ভালো করেছি। প্রায় ১৩ কোটি প্রথম ডোজের টিকা দিয়েছি। সেকেন্ড ডোজ দিয়েছি ১১ কোটি ৬০ লাখ। বুস্টার ডোজ দিয়েছি এক কোটি ১৯ লাখ। প্রথম ডোজ ৯৬ শতাংশ, দ্বিতীয় ডোজ ৮৭ শতাংশ এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৯ শতাংশ।’