বিশ্ব আজ অবাক হয়ে বাংলাদেশকে দেখছে : সমাজকল্যাণমন্ত্রী
এক সময়ের অচেনা বাংলাদেশ আজ বিশ্বের বুকে প্রতিষ্ঠিত। বিশ্ববাসী অবাক হয়ে দেখছে, এক সময়ের হতদরিদ্র বাংলাদেশ কীভাবে এত সমৃদ্ধি অর্জন করেছে।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধীসেবা ও সাহায্যকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী সোসাইটি আয়োজিত ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় নিয়োজিত সেবকদের সেবার মান উন্নয়ন ও চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে আজ বুধবার প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব কথা বলেন।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. অনিছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি।
মন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশ সম্পর্কে বিশ্বের মানুষ জানত—এ দেশের মানুষ বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল। তারা চেয়ে থাকত কখন বিদেশি সাহায্য আসবে। আমাদের তাচ্ছিল্য করে তারা তলাবিহীন ঝুড়ি বলেছিল। সেই তলাবিহীন ঝুড়ির দেশকে প্রধানমন্ত্রী উপচে পড়া ঝুড়ির দেশে পরিণত করেছেন।
মন্ত্রী আরো বলেন, এই পরাধীন জাতিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সারা বিশ্বে বাঙালি জাতিসত্তাকে উন্মোচন করে বাঙালির মর্যাদা বৃদ্ধি করে গেছেন। ১৯৭৫ সালে স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল। যে ষড়যন্ত্র তারা করেছিল, সে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি।
মন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিশ্ব নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসার কথা উল্লেখ করে বলেন, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট মি. বাইডেন বলেছেন, বাংলাদেশ কীভাবে এত অল্প সময়ের মধ্যে উন্নয়নের উচ্চ শিখরে উন্নীত হয়েছে। আজকে বিশ্ব বরেণ্য নেতারা প্রধানমন্ত্রীর অবদানকে বিস্ময়ের সঙ্গে দেখেন। এ অপ্রত্যাশিত উন্নয়ন কীভাবে সম্ভব করলেন, তা জানার আগ্রহ দেখাচ্ছেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, আজকে দেশের যে অগ্রগতি ও বিশ্বের বিভিন্ন দেশের যে আস্থা, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই অর্জিত হয়েছে। এ সম্মান ও আস্থা টিকিয়ে রাখতে তিনি সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
পরে মন্ত্রী ভার্চ্যুয়ালি কর্মশালার উদ্বোধন করেন।