বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কাল, বন্ধ থাকবে যেসব সড়ক
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আগামীকাল রোববার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে প্রথম পর্বের আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গাজীপুর ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।
আজ শনিবার (১৪ জানুয়ারি) ইজতেমা ময়দানের কেন্দ্রীয় কন্ট্রোল রুমে (শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, ‘ট্রাফিক বিভাগকে ঢেলে সাজিয়েছি। এই ক্ষেত্রে যেহেতু দূরদূরান্ত থেকে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য মুসল্লিরা আসবে সেহেতু আমরা আজ রাত ১২টার পর থেকে কয়েকটা রোড বন্ধ করে রাখব। কামারপাড়া, টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, আশুলিয়া অর্থাৎ অব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপালের রোড বন্ধ থাকবে। সেক্ষেত্রে ভোগড়া থেকে তিনশ ফিট পর্যন্ত বাইপাস হয়ে চলে যাবে ঢাকাগামী লোকজন।’
মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, ‘যেসব মুসল্লি বা লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবে, তারা বাইপাল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে চলে যাবে। ইজতেমা মাঠে যারা সূরা সদস্য আছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, চেষ্টা করছি যেন ১১টার মধ্যে আখেরি মোনাজাত শুরু করা যায়।’
জিএমপি কমিশনার বলেন, ‘সবাই যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে ইজতেমা সম্পন্ন করতে পারে সেজন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য ইউনিট একযোগে কাজ করে যাচ্ছে।’
এর আগে ট্যুরিস্ট পুলিশের পক্ষে ডিআইজি মোহাম্মদ ইলিয়াস শরীফ বেলা ১১টায় ইজতেমা ময়দানের কেন্দ্রীয় কন্ট্রোল রুমে (শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম) সাংবাদিকদের নানা বিষয় তুলে ধরেন।
ব্রিফিংয়ে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) আবু সুফিয়ান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) উপকমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন, অপরাধ বিভাগের উপকমিশনার (উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান, উপকমিশনার (অর্থ) মোহাম্মদ ইলতুৎমিস, গোয়েন্দা (ডিবি) বিভাগের উপকমিশনার (উত্তর) হুমায়ুন কবির, উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।