বিশ্ব র্যাঙ্কিংয়ে আট ধাপ পেছাল বাংলাদেশের পাসপোর্ট
বিশ্বের ক্ষমতাধর পাসপোর্টের র্যাঙ্কিংয়ে আট ধাপ পিছিয়ে ১০৮ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। আন্তর্জাতিক সংস্থা হেনলি পাসপোর্ট ইনডেক্স গতকাল মঙ্গলবার ২০২১ সালের পাসপোর্ট র্যাঙ্কিং প্রকাশ করেছে। এই র্যাঙ্কিয়ে গত বছর বাংলাদেশ ৯৮তম অবস্থানে ছিল।
যথারীতি এবারের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে জাপান। র্যাঙ্কিং নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, পাসপোর্টের ক্ষমতা নিয়ে যদি অলিম্পিক থাকতো, জাপান কেবল তার আয়োজকই হতো না, সবগুলো পদক নিজেদের ঝুলিতে নিত।
১৬৭টি গন্তব্যে ভিসামুক্ত অথবা বিমানবন্দরে নেমে ভিসা পাওয়ার সুবিধা পান জাপানের পাসপোর্টধারীরা। অন্যদিকে, র্যাঙ্কিয়ের তলানিতে থাকা আফগানিস্তানের পাসপোর্টধারীরা সর্বনিম্ন ২৬টি জায়গায় যেতে এই সুবিধা পেয়ে থাকেন। পাসপোর্ট র্যাঙ্কিংয়ের শুরু থেকে এ পর্যন্ত এই ব্যবধানটিই সর্বোচ্চ।
৪১টি গন্তব্যে বিনা ভিসায় অথবা বিমানবন্দরে নেমে ভিসা পাওয়ার সুবিধা রয়েছে বাংলাদেশের পাসপোর্টধারীদের।
ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) তথ্য বিশ্লেষণ করে ২০০৬ সাল থেকে র্যাঙ্কিং প্রকাশ করে আসছে হেনলি অ্যান্ড পার্টনারস।
ক্ষমতাধর পাসপোর্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে যারা
১. জাপান (১৯৩ গন্তব্য)
২. সিঙ্গাপুর (১৯২)
৩. জার্মানি ও দক্ষিণ কোরিয়া (১৯১)
৪. ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ ও স্পেন (১৯০)
৫. অস্ট্রিয়া ও ডেনমার্ক (১৮৯)
৬. ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল ও সুইডেন (১৮৮)
৭. বেলজিয়াম, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র (১৮৭)
৮. চেক রিপাবলিক, গ্রিস, মাল্টা ও নরওয়ে (১৮৬)
৯. অস্ট্রেলিয়া ও কানাডা (১৮৫)
১০. হাঙ্গেরি (১৮৪)
পাসপোর্ট র্যাঙ্কিংয়ের তলানির দশ দেশ
১০৮. উত্তর কোরিয়া (৩৯ গন্তব্য)
১০৯. নেপাল (৩৮)
১১০. ফিলিস্তিন (৩৭)
১১১. সোমালিয়া (৩৪)
১১২. ইয়েমেন (৩৩)
১১৩. পাকিস্তান (৩২)
১১৪. সিরিয়া (২৯)
১১৫. ইরাক (২৮)
১১৬. আফগানিস্তান (২৬)