‘বিষপানে স্ত্রীর আত্মহত্যা’র এক মাস পর স্বামীরও ‘আত্মহত্যা’
হবিগঞ্জ সদর উপজেলার লামাপইল গ্রামে রিমা দাশ (২১) নামের এক গৃহবধূ পারিবারিক কলহের জেরে এক মাস আগে বিষপান করে আত্মহত্যা করেছিলেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। পরে রিমার স্বামী দিপন দাশসহ (২৫) পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন বাবা। এরপর পুলিশের ভয়ে দিপন বাড়ি ছেড়ে পালিয়ে যান।
এর মধ্যেই দিপন আজ বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের শ্মশানঘাটে গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে দিপন তাঁদের বাড়ির পাশের শ্মশানঘাটে গিয়ে বিষপানের পর ছটফট করতে থাকেন। ঘটনাটি দেখে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিঠুন রায় মৃত ঘোষণা করেন। পরে ডা. মিঠুন রায় জানান, বিষপানে ওই যুবকের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুক আলী জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।