বিস্ফোরক বহন ও ভাঙচুর মামলা : গাজীপুর বিএনপির ৫০ নেতাকর্মীর জামিন
বিস্ফোরক দ্রব্য বহন এবং গাড়ি ভাঙচুরের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গাজীপুর মহানগর ও কালিয়াকৈর উপজেলা বিএনপির ৫০ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে আসামিদের সংশ্লিষ্ট সেশন কোর্টে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আজ বুধবার (২৬ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী ইকবাল হোসেন শেখ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ শাহ নেওয়াজ।
আইনজীবী ইকবাল হোসেন শেখ গণমাধ্যমকে বলেন, চলতি মাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশে করে গাজীপুর মহানগর ও কালিয়াকৈর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য বহন ও গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে গত ১৪ এপ্রিল গাজীপুরের কোনাবাড়ি থানায় ৩৪ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে। এ ছাড়া কালিয়াকৈরে থানায় ১৭ জনের নাম উল্লেখ করে আরও কিছু সংখ্যক মানুষকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে পুলিশ।
আসামিদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ রয়েছেন।
এরপর আসামিরা হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। আজ আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে আদালত ৫০ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন। একই সময়ের মধ্যে তাদের সংশ্লিষ্ট সেশন কোর্টে আত্মসমর্পণ করতে বলেছেন আদালত।