বিস্ফোরক মামলায় নবনির্বাচিত চেয়ারম্যান কারাগারে
মানিকগঞ্জের হরিরামপুরের গালা ইউনিয়নে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থীর দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার হওয়া নবনির্বাচিত ও সাবেক চেয়ারম্যান শফিক বিশ্বাসের রিমান্ড আবেদন ও জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম সেলিনা খাতুন রিমান্ড আবেদন ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে মামলার বাদী, পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিব হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি গত ৩ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী (বিএনপি) শফিক বিশ্বাসসহ ৫০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। ওই মামলায় নির্বাচনের আগে তিনজনকে হরিরামপুর থানার পুলিশ গ্রেপ্তার করে।
গত বুধবার বিকেলে ঝিটকা এলাকা থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকেও হরিরামপুর থানা পুলিশ ওই মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। আজ নবনির্বাচিত চেয়ারম্যান শফিক বিশ্বাসকে পুলিশ আদালতে তুলে রিমান্ড আবেদন করলে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।