বিস্ফোরণস্থলে কাজ করছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট
রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে কাজ করছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড। আজ বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে ঘটনাস্থলে কাজ করছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
আ ন ম ইমরান খান বলেন, ‘গুলিস্তানের বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে কাজ করছে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।’
এদিকে আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, ‘গুলিস্তানের ওই ভবনে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।’