বিস্ফোরণের পর ভবন থেকে ৩ জন লাফিয়ে পড়ে : ভবনের দোকানি
আব্দুল রাজ্জাক বিস্ফোরণে বিধ্বস্ত ভবনের নিচের তলার দোকানি। তখনও বিস্ফোরণ ঘটেনি। মেহেদী নামে পাঞ্জাবির দোকানে ঢুকবেন তিনি। অপেক্ষা শুধু চাবির। সেটি নিয়ে আসছিলেন আরেকজন। এমন সময় বিকট শব্দে ঘটে বিস্ফোরণ। তিনি লাফিয়ে ওঠেন। পাশ ফিরে দেখেন—তিনজন লাফিয়ে পড়েছেন।
আজ রোববার (৫ মার্চ) সকাল ১০টা ৫২ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে বেলা ১১টা ১৩ মিনিটের দিকে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর দুপুরেও আব্দুল রাজ্জাককে আতঙ্কিত দেখা যাচ্ছিল। ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে তিনি এনটিভি অনলাইনকে বলছিলেন আজকের ভয়াবহ স্মৃতির কথা।
আব্দুল রাজ্জাক বলেন, ‘বিস্ফোরণে বিশাল শব্দ হলো। আমি লাফিয়ে উঠলাম। তারপর দেখি—তিনজন লাফ দিল রাস্তার ওপর! এমন জোরে শব্দ অন্যান্য বিস্ফোরণের সময় শোনা যায় না।’
আব্দুল রাজ্জাক আরও বলেন, ‘তখনও আমি দোকান খুলিনি। আরেকজনের কাছে চাবি ছিল। তিনি আসছিলেন। তাই অপেক্ষা করছিলাম। বিস্ফোরণের পর তিনজন লাফ দিয়ে পড়ল নিচে। সে সময় ভেতরে থাকা আরও দু-একজন লাফ দিতে যাচ্ছিল। কিন্তু, আমরা সবাই নিষেধ করেছিলাম। পরে ফায়ার সার্ভিস এসে সবাইকে উদ্ধার করে।’