বিয়ের প্রলোভনে ৮ মাস একসঙ্গে থাকার পর যুবক লাপাত্তা, থানায় তরুণী
সাভারের আশুলিয়ার জিরানী এলাকায় এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনেছেন এক তরুণী। আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ওই তরুণী।
তরুণী জানান, অভিযুক্ত মো. খোরশেদ আলমের বাড়ি মাদারীপুর সদরের ডিসিসি বাড়ী এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর মিরপুর ১১ নম্বরে থাকেন।
থানায় লিখিত অভিযোগে তরুণী জানান, বছরখানেক আগে ঢাকার এফডিসিতে ওই যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। খোরশেদ মুঠোফোনে যোগাযোগ রেখে তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এরপর তাঁরা দুজন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতেও যান। এ সময় তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। পরে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে জিরানী এলাকায় একটি ভাড়া বাসায় ওঠেন। এভাবে সম্পর্কের আট মাস পার হলেও বিয়েতে গড়িমসি করেন খোরশেদ।
ওই তরুণী জানান, একপর্যায়ে খোরশেদ আলম তাঁকে বিয়ে করবেন না বলে চলে যান এবং যোগাযোগ বন্ধ করে দেন। পরে ওই তরুণী আশুলিয়া থানায় অভিযোগ করেন।
আশুলিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল আমিন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এএসআই আল আমিন বলেন, ‘ঘটনাস্থলে অভিযোগের তেমন কোনো সত্যতা পাওয়া যায়নি।’
জিরানী এলাকার ভাড়া বাড়িটির ব্যবস্থাপক সায়মনসহ প্রতিবেশীরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী হিসেবে এই বাড়িতে ভাড়া থাকছেন। আবার মাঝে মধ্যে তাঁদের ঝগড়া লাগতো। তাঁদের বিয়ে হয়েছে কি না তা প্রতিবেশীরা জানেন না।