বীরগঞ্জে বজ্রপাতে নারী ও সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ঈদের ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় এবং বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত আইনজীবীর নাম তোফাজ্জল হোসেন (৪৫)। তিনি উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী।
জানা গেছে, তোফাজ্জল হোসেন মোটরসাইকেলে কাহারোল যাচ্ছিলেন। পথে আজ দুপুরের দিকে সাইনবোর্ড এলাকায় অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে আহত হন। স্থানীয়দের সংবাদে স্বজনরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এদিকে, বজ্রপাতে এক সন্তানের জননী এক নারীর মৃত্যু হয়েছে।
আজ দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে মারা যান বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র নিমাইডাংগা গ্রামের জয়দেব চন্দ্র রায়ের স্ত্রী লিপিকা রানী (৩০)। নিহত লিপিকা ওয়ার্ল্ড ভিশনে কর্মরত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মতিন প্রধান বলেন, ‘ঘটনা দুটি আমি জেনেছি। এখনও এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।’