বুয়েট শিক্ষার্থী ফারদিনকে হত্যা করা হয়েছে : চিকিৎসক
বুয়েট শিক্ষার্থীর ফারদিন নূর পরশের মরদেহ ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন মিলেছে এবং এটি নিশ্চিত হত্যাকাণ্ড। এদিকে সন্তানের এমন মৃত্যুতে শোকাহত বাবা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।
আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর ডা. ফরহাদ হোসেন জানান, বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের শরীরের বিভিন্ন জায়গায় যে পরিমাণ আঘাতের চিহ্ন দেখা গেছে, তাতে নিশ্চিত এটি হত্যাকাণ্ড।
জানা যায়, ভর্তি পরীক্ষায় বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তিনটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন ফারদিন। তিনি বুয়েট ডিবেট সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপে আগামী জানুয়ারি মাসে স্পেন যাওয়ার কথা ছিল তাঁর। ফারদিনের বাবা ও পরিবারের সদস্যদের ধারণা, ফারদিনের মেধার কারণে ঈর্ষান্বিত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রতিপক্ষ।
নিহত ফারদিনের বাবা বিজনেস ম্যাগাজিন দি রিভারাইনের প্রকাশক ও সম্পাদক নূর উদ্দিন জানিয়েছেন, নিখোঁজের একদিন পর ৫ নভেম্বর রামপুরা থানায় একটি জিডি করেছিলেন। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দেলপাড়া হলেও বর্তমানে রাজধানীর ডেমরা থানার কোনাবাড়ি এলাকায় বসবাস করছেন।
এর আগে মরদেহ উদ্ধারের পর নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন উর রশিদ জানান, ফারদিন গত শুক্রবার রাতে সদর উপজেলার ফতুল্লা থানার দেলপাড়া নিজ বাড়ির এলাকা থেকে নিখোঁজ হন। তবে, তাঁর নিখোঁজের কারণ জানা যায়নি।