বেতন-ভাতা বকেয়া রেখে কারখানায় তালা, রাজধানীতে শ্রমিক বিক্ষোভ
রাজধানীর আরামবাগ এলাকায় সড়ক অবরোধ করেন বিক্ষোভ করেছে ‘ওলিও অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা। বেতন-ভাতা বকেয়া রেখেই কারখানা সরিয়ে নেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ করেন তারা। বিক্ষোভে তাঁরা পাঁচ দফা দাবি জানান।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। দুপুর ২টা পর্যন্ত তারা বিআরটিসি বাস ডিপো থেকে নটরডেম কলেজের সামনের রাস্তায় অবস্থান করছিলেন। তাদের অবরোধের কারণে মতিঝিল এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়।
মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (পেট্রোল) বেলাল হোসেন কারখানা সরিয়ে নেওয়া ও বিক্ষোভের তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ওই কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। মালিকরা বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা সরিয়ে নিচ্ছে বলে শ্রমিকরা অভিযোগ করছেন।’
বেলাল হোসেন আরও বলেন, ‘সোমবারও শ্রমিকরা কাজ করেছেন। আজ সকালে কাজে এসে দেখেন করাখানার ফটকে তালা দেওয়া। তারা জানতে পারেন, কারখানা উত্তরায় সরিয়ে নেওয়া হচ্ছে। শ্রমিকরা তখন তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ ব্যাপারে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।’
শ্রমিকরা প্রথমে ওই সড়কের একপাশে থাকলেও পরে দুপাশেই অবস্থান নেন। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
শ্রমিকদের পাঁচ দফা দাবি হলো, নোটিশ পে বাবদ শ্রমিকদের চারটি বেসিক প্রদান করতে হবে; সার্ভিস বেনিফিট বাবদ প্রতিবছরের জন্য একটি করে বেসিক প্রদান করতে হবে; বার্ষিক ছুটির টাকা প্রদান করতে হবে; মাতৃত্বকালীন ছুটির টাকা দিতে হবে; দুটি ঈদ বোনাস দিতে হবে।