বেনাপোলে ৮২টি স্বর্ণের বার জব্দ
বেনাপোলে ভারতে পাচারের সময় ৮২টি (সাড়ে ৯ কেজি) স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পাঁচভুলোট সীমান্তে অভিযান চালিয়ে এই স্বর্ণ জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে পাঁচভুলোট সীমান্ত দিয়ে বিপুল স্বর্ণ ভারতে পাচার হচ্ছে। পরে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। মেহেদী নামে এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে সীমান্তে যাওয়ার সময়, বিজিবি তাকে আটক করার চেষ্টা করে। পরে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় সে। মোটরসাইকেলে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে ৮২ টি (সাড়ে ৯ কেজি) স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ছয় কোটি ৭৮ লাখ টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ জানান, ভারতে পাচারের সময় পাঁচভুলোট সীমান্ত থেকে ৮২ টি স্বর্ণের বার জব্দ করা হয়। তবে, পাচারকারী মেহেদী পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে থানায়।