বেনাপোল বন্দর সুরক্ষায় সমন্বিতভাবে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর যশোরের বেনাপোলকে সুরক্ষিত রাখতে সরকারের পাশাপাশি সব ফ্রন্টলাইনারকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার।
আজ বুধবার বেনাপোল বন্দর মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এ আহ্বান জানান।
মো. ইসমাইল হোসেন বলেন, ‘ভারতীয় ট্রাকচালক ও সহকারীদের মাধ্যমে যাতে করোনাভাইরাস বাংলাদেশে ছড়াতে না পারে সেজন্য বিজিবি, পুলিশসহ বন্দর ও কাস্টমস সমন্বয়ে একটি টিম কাজ করে যাচ্ছে।’
আজ বেনাপোল বন্দর মিলনায়তনে ভারতফেরত বাংলাদেশিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি।
সভায় কাস্টমস কমিশনার আজিজুর রহমান, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার, বিজিবির কমান্ডিং অফিসার সেলিম রেজা, বেনাপোল বন্দরের পরিচালক আব্দুল জলিল, জেলা সিভিল সার্জন ডা. মো. শাহীনসহ উপস্থিত কর্মকর্তা ও নেতারা বেনাপোল বন্দর এলাকা সুরক্ষার জন্য পরামর্শ দেন।