বেনাপোল সীমান্তে ১০ স্বর্ণের বারসহ নারী আটক
ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ রত্না বেগম (৩৩) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে স্বর্ণের বারসহ রত্না বেগমকে আটক করা হয়।
আটক রত্না বেগম পুটখালী গ্রামের কামাল হোসেনের স্ত্রী। জব্দ হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় সাড়ে ৮২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান জানান, তাদের কাছে গোপন খবর আসে, রত্না বেগম নামে এক নারী ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশে পুটখালী সীমান্তে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে বিজিবির টহলদল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। আটক নারীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।