বেনাপোল সীমান্ত থেকে স্বর্ণের বারসহ দুই পাচারকারী গ্রেপ্তার
ভারতের পাচারকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বারসহ লিটন মিয়া ও শাহাজাহান মণ্ডল নামে দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকেলে পুটখালীর মসজিদবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী জানান, খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ পুটখালী বিওপির টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সীমান্তবর্তী গ্রাম পুটখালী মসজিদবাড়ী এলাকা থেকে মোটরসাইকেলসহ মো. লিটন মিয়া (২৮) ও মো. শাহজাহান মণ্ডলকে (৩২) আটক করা হয়। তাদের উভয়ের বাড়ি বেনাপোলের পুটখালী গ্রামে। পরে তাদের দেহ তল্লাশি করে ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে থানায়।