বেলুন-পায়রা উড়িয়ে কৃষকদলের সম্মেলনের উদ্বোধন
জাতীয়তাবাদী কৃষকদলের সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বেলুন, পায়রা উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিনি কৃষকদলের চতুর্থ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় দলীয় পতাকা উত্তোলন করেন কৃষকদলের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন।
ব্যান্ড পার্টির তালে তালে মিছিল নিয়ে ঢাকাসহ সারা দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদলের ডেলিগেটরা সম্মেলন কক্ষে প্রবেশ করছেন। এর পর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মাদ নেছাররুল হকের কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আলোচনার পর্ব শুরু হয়।
মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষকদলের আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, কৃষকদলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুগ্ম আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, নাজিম উদ্দিন মাস্টার, আরিফুল হক চৌধুরী, এ কে এম মোয়াজ্জেম হোসেন, মাইনুল ইসলাম প্রমুখ।
এদিকে কৃষকদলের চতুর্থ জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মহানগর নাট্যমঞ্চের আশপাশের এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন টানানো হয়েছে।
সবশেষ কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালের ১৬ মে। এরপর প্রায় ২২ বছরেও বিএনপির অন্যতম এই অঙ্গ সংগঠনটির সম্মেলন হয়নি।