বৈশাখের প্রথম দিনে ঢাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি
গরমে অস্থির রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষ। ঘরের বাইরে বের হতেই ঘাম ছুটে যাচ্ছে সবার। তীব্র গরমে হাঁসফাঁস ছুটেছে জনজীবনে। দিন এনে দিন খাওয়া মানুষের অবস্থা আরও শোচনীয়। টানা কয়েক দিন ধরে সবোর্চ্চ তাপমাত্রার মধ্য দিয়ে যাচ্ছে চুয়াডাঙ্গা। গতকাল বৃহস্পতিবার থেকে তা পৌঁছে চরমে। এদিন জেলাটিতে তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৪১ দশমিক সাত ডিগ্রিতে। আর পহেলা বৈশাখের এদিনে রাজধানীতে তাপমাত্রা গিয়ে ঠেকেছে ৪০ ডিগ্রিতে।
আজ শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে—অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনার কথা জানায়নি তারা। বরং, ‘উল্লেখযোগী পরিবর্তনের সম্ভাবনা নেই’, বলে জানা গেছে।
এদিন ১১ জেলা ছুঁঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, আর ৩৯ ও তার বেশি নিয়ে আছে আরও ১০ জেলা। সব মিলিয়ে উত্তাপে হাঁসফাঁস জনজীবন।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, খুলনা বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা ও পটুয়াখালী জেলাগুলোর ওপর দিয়ে তীপ্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যান্য এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।