বোয়ালখালীতে ৩১ রোহিঙ্গা আটক
কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা ৩১ রোহিঙ্গাকে আটক করেছে চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা পাহাড়ের জ্যৈষ্ঠপুরা, আমুচিয়াসহ আরও কয়েকটি এলাকায় বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এসব রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন অস্থায়ী ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে আসে এবং বাগানে কাজ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃত সবাই পুরুষ ও যুবক বয়সী।
ওসি আরও জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এরপর তাদের আদালতে সোপর্দ করা হবে। এ নিয়ে গত তিন মাসে ৫৯ জন রোহিঙ্গাকে বোয়ালখালী থানা পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন ওসি।