ব্যক্তিগত ছবি ভাইরালের হুমকি দিয়ে টাকা দাবি, গ্রেপ্তার যুবক
ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে প্রথমে দুই লাখ টাকা চাঁদা দাবি। এরপর বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা আদায়। পরে র্যাবের হাতে ধরা পড়েন কামরুজ্জামান নামে নারায়ণগঞ্জের এক কম্পিউটার মেরামতকারী।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আমজীনগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব-১১। গতকাল মঙ্গলবার তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত কামরুজ্জামান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী এলাকার বাসিন্দা।
র্যাব-১১ অধিনায়ক (সিও) তানভির মাহমুদ পলাশ জানান, গ্রেপ্তারকৃত কামরুজ্জামান একটি কম্পিউটার মেরামত প্রতিষ্ঠানের কর্মচারি। এক নারী সেই প্রতিষ্ঠানে ল্যাপটপ মেরামত করতে দিলে ল্যাপটপে সংরক্ষিত নারীর ছবি চুরি করে নিজের কব্জায় নেন তিনি। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ভয়ভীতি দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকাও আদায় করে নেন। বিষয়টি লিখিতভাবে জানানো হলে র্যাবের গোয়েন্দা দল আসামির ঠিকানাসহ সব তথ্য সংগ্রহ করে তাকে গ্রেপ্তার করে।