ব্যক্তি স্বার্থের জন্য পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছিল : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের অহংকার পদ্মা সেতু। ব্যক্তি স্বার্থের জন্য পদ্মা সেতু নিয়েও ষড়যন্ত্র হয়েছিল।’ প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের একজন বিশিষ্ট ব্যক্তি ষড়যন্ত্র করে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের চুক্তি বাতিলে সহায়তা করেছিল।’
এ ছাড়া প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে গুণগত মানের ক্ষেত্রে কোনে আপস করা হয়নি। এ সেতু ঘিরে নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।’
প্রধানমন্ত্রী আজ বুধবার সকাল ১১টায় তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলা শুরু করেন। শুরুতেই তিনি দেশের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বন্যা-পরবর্তী প্রাদুর্ভাব মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হয়েছে।