ব্যাংকে নিয়োগের প্রশ্ন ফাঁস : বুয়েট শিক্ষক নিখিল রঞ্জনের জামিন বাতিল
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় বুয়েটের শিক্ষক অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধরের স্থায়ী জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। একইসঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী আজ সোমবার (২০ মার্চ) এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শাহজাহান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসামি বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধরের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।’
শাহজাহান মজুমদার জানান, আজ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন নিখিল রঞ্জন ধর। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৫ এপ্রিল দিন ধার্য করেন।
পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০২১ সালের ডিবির উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত বিশ্বাস বাদি হয়ে রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) শামীম আহমেদ গত ৩১ জানুয়ারি আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এতে বুয়েট শিক্ষক নিখিল রঞ্জন ধরসহ ৩৪ জনের নাম উল্লেখ করা হয়। গত ৫ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে আত্মসমর্পণ করে জামিন পান বুয়েট শিক্ষক।
পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে নাম আসার পর বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের পদ থেকে নিখিল রঞ্জন ধরকে অব্যাহতি দেয় বুয়েট কর্তৃপক্ষ। একই সঙ্গে তাঁকে কোনো পরীক্ষায় দায়িত্ব পালন না করারও নির্দেশ দেওয়া হয়।