ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ জিসান (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার কালিইয়াশ গ্রামে এ ঘটনা ঘটে। কালিইয়াশ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাফেজ আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজ্জাদ জিসান চন্দনাইশ উপজেলার দোহাজারি চগাচরের মৃত মনসুর আলীর ছেলে। তারা ছয়-সাত বছর ধরে কালিইয়াশ গ্রামে থাকত। সে উত্তর সাতকানিয়া প্রানহরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
চেয়ারম্যান হাফেজ আহমদ জানান, শনিবার রাতে কালিইয়াশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন মাস্টার বাড়ির পাশে বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলতে যায় সাজ্জাদ জিসান। তখন ব্যাডমিন্টন মাঠে বাল্ব জ্বালানোর জন্য মেইন লাইন থেকে বিদ্যুতের সংযোগ দিতে যায় সে। বিদ্যুৎ লাইনে সংযোগের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পর জিসানকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।