ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকে আগাম জামিন
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার দায়ে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে আজ সোমবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ জামিন আদেশ দেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে আট সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তার জুনিয়র আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী। আদালতে আজ জামিন আবেদনের বিষয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী ও সিনিয়র আইনজীবী মো. জয়নুল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের জামিন চেয়ে আবেদন করেন তার জুনিয়র আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।
এর আগে রোববার (২৮ আগস্ট) নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় ব্যারিস্টার খোকনসহ ৪৯৩ জনের নামে মামলা হয়। সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম এ মামলা করেন।
মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৯৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ৩৫০-৪০০ জনকে আসামি করা হয়। জ্বালানি তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় গুলিতে বিএনপির দুই নেতা নিহতের প্রতিবাদে শনিবার (২৭ আগস্ট) সোনাইমুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের ডাক দেয়ে উপজেলা বিএনপি।
বিকেল ৪টার দিকে ওই সমাবেশে আসার পথে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে তা সোনাইমুড়ী বাজার ও আশপাশ এলাকায় ছড়িয়ে পড়লে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ভাঙচুর করা হয় পুলিশের দুটি গাড়িও। এতে উভয়পক্ষের ২০ জন নেতাকর্মী আহত হয়।