ব্রহ্মপুত্র নদ খননের দাবিতে হাঁটু পানিতে অভিনব কর্মসূচি
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের হাঁটু পানিতে নেমে মানববন্ধন, মূকাভিনয়, গান, কবিতা আবৃত্তির মাধ্যমে নদের করুণ অবস্থা তুলে ধরে অভিনব এক প্রতিবাদ করেছে একদল তরুণ।
খননকাজ অব্যাহত রেখে ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে তরুণদল আজ শুক্রবার (৫ মে) সকালে ‘মৃতের চিৎকার’ শিরোনামে হাঁটু জলে নেমে অভিনব এই প্রতিবাদ জানায়।
ময়মনসিংহ নগরীর কাচারীঘাট এলাকায় ঘণ্টাব্যাপী চলে এই অভিনব প্রতিবাদ। অচিরেই ব্রহ্মপুত্র নদ খনন করে প্রাণ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সবাই।
২০১৮ সালে দুই হাজার ৭৬৩ কোটি টাকা ব্যয়ে ২২৭ কিলোমিটার ব্রহ্মপুত্র নদ খননকাজ শুরু হলেও তা শেষ হয়নি। ২০২৪ সালে খননকাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে গোপনে সময় আরও বাড়ানোর পায়তরা চলছে বলে জানান প্রতিবাদকারীরা। এখন নদের বিভিন্ন স্থানে চর জেগে ওঠার প্রতিবাদেই এই অভিনব কর্মসূচির আয়োজন করে একদল তরুণ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জন উদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মানবাধিকার জোটের সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আব্দুল মোতালেব লাল, নুরুজ্জামান খোকন, জেলা জাসদের সহসভাপতি রতন সরকার। প্রধান উদ্দোক্তা গ্রাফিতির কর্ণধার শামীম আশরাফ।