ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতা নিয়ে হেফাজত মিথ্যাচার করেছে, অভিযোগ ছাত্রলীগের
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬, ২৭ ও ২৮ মার্চ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হেফাজত মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
এ সময় ছাত্রলীগ নেতা বলেন, ‘মিথ্যাচারের জন্য যদি হেফাজতের জেলা ও কেন্দ্রীয় নেতারা ক্ষমা না চান, তাহলে তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আইনে মামলা করা হবে।’
শাহাদাৎ হোসেন শোভন বলেন, “হেফাজত নেতারা এখন মিথ্যার আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গত ৫ এপ্রিল হেফাজত নেতারা সংবাদ সম্মেলনে দাবি করেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার সহিংসতার ঘটনায় হেফাজতের কেউ জড়িত নন।’ তাদের এই ধরনের বক্তব্যকে ‘নিছক মিথ্যাচার’ ও ‘অপরাজনীতি’ বলেই ছাত্রলীগ মনে করেন।”
এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে জামিয়া ইউনুছিয়া ইসলামিয়া মাদ্রাসায় হামলা ও মানুষ হত্যার অভিযোগকে মিথ্যা ও তথ্য সন্ত্রাস বলে উল্লেখ করা হয় আজকের সংবাদ সম্মেলনে।
সেইসঙ্গে পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক এবং ভিডিও ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।