ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৪ জন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ২৬১
গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে আরও ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সহিংস ঘটনার প্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের সনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি, সরাইল থানায় দুটি, রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৫টি মামলা হয়েছে। এ সব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাত পরিচয় ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। হরতাল সমর্থকরা বিভিন্ন সড়ক-মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তাঁরা বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেন।
হেফাজতে ইসলামের ডাকা হরতালে বিভিন্ন সরকারি-বেসরকারি, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া একটি মন্দিরের প্রতিমাও ভাঙচুর করা হয়।