ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ১২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শিশু নিহত এবং ১২ জন আহত হয়েছেন। আহতদের তিন জন একই পরিবারের সদস্য। গতকাল মঙ্গলবার রাতে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে। ঘণ্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস দল।
এ ঘটনায় নিহত শিশু যোবায়ের (৭) মকবুল হোসেনের ছেলে। গুরুতর আহতরা হলেন—মকবুল (৪০), মকবুলের স্ত্রী রেখা বেগম (৩৮), তাঁদের বড় ছেলে জয় (৯) এবং প্রতিবেশীর ছেলে জামিয়া রহমান।
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাত পৌনে ১১টায় আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পরে ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার ফায়ার সার্ভিসকে খবর দিলে তারাও আমাদের সঙ্গে যোগ দেয়। আমাদের যৌথ প্রচেষ্টায় প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’
মিজানুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মকবুলের ছোট ছেলে আগুনে পুড়ে অঙ্গার হয়। আগুন নিভিয়ে মকবুল, তাঁর স্ত্রী রেখা বেগম, বড় ছেলে জয় এবং প্রতিবেশীর ছেলে জামিয়া রহমানকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা পাঠানো হয়।
মকবুলের প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী আইয়ুব আলী বলেন, ‘রাত পৌনে ১১টায় সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বিল্ডিং কেঁপে ওঠে। বাইরে এসে দেখি, মকবুলের বাসায় দাউ দাউ করে আগুন জ্বলছে।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক তৌফিকুর রহমান ভূঁইয়া আগুন নিয়ন্ত্রণে আনার পর এনটিভি অনলাইনকে বলেন, ‘খবর পেয়ে আমি আমার লোকজন নিয়ে ঘটনাস্থলে আসি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা দেখছি। আর কোনো নিহত বা আহতের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’