ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ইঞ্জিন বিকল, চট্টগ্রাম রেল-বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এর ফলে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে সিলেট পথের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন কসবা স্টেশনের কাছে বিকল হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এনটিভি অনলাইনকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। এতে আন্তনগর উপকূল ও উপবনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
আখাউড়া জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে বলেও জানান দেলোয়ার হোসেন। তিনি জানান, বিকল ট্রেনটি সচল করে সরানোর পরই এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।