ব্রাহ্মণবাড়িয়ায় তিনদিনব্যাপী বৈশাখী উৎসব শুরু
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির উদ্যোগে তিনদিনব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে প্রদীপ প্রজ্জ্বালন, নৃত্য, আবৃত্তি ও সংগীতের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
বৈশাখী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্য একাডেমির উপদেষ্টা মারুফুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, সাহিত্য একাডেমির উপদেষ্টা অ্যাডভোকেট আবু তাহের, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ।
অনুষ্ঠান উপভোগ করতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ স্থানীয় সুধীজনের সমাগম ঘটে। তিনদিনব্যাপী উৎসবে গ্রামীণ ও লোকজ সংস্কৃতি বিষয়ক প্রচার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বাঙালি সংস্কৃতির নানা আয়োজন থাকবে।
এছাড়া ২৮শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হবে।