ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন সেচের দাবিতে কৃষকদের মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন সেচ সুবিধার দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনের আয়োজন করে ‘ব্রাহ্মণবাড়িয়া কৃষক সমিতি’।
কৃষক সমিতির জেলা কমিটির সভাপতি শাহরিয়ার মো. ফিরোজের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাজিদুর রহমান, অ্যাডভোকেট জামাল আহমেদ, নারীনেত্রী আসমা খানম প্রমুখ।
বক্তারা বলেন, চলমান আশুগঞ্জ নদীবন্দর থেকে সরাইল-আখাউড়া পর্যন্ত চার লেনের সড়কের নির্মাণ কাজের জন্য প্রকল্পের সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভরা মৌসুমে এখনও অনেক এলাকার কৃষক সেচের পানি পায়নি। ফলে তাঁরা জমিতে চাষ ও রোপণ করতে পারেনি। পানির জন্য অনেক এলাকার জমি শুকিয়ে যাচ্ছে। বক্তারা নিরবচ্ছিন্ন সেচ সুবিধা নিশ্চিত করতে সেচ প্রকল্পের ক্যানেল ও চার লেন সড়ক একসঙ্গে নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।