ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যানের ধাক্কায় এসআই নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মোস্তফা কামাল (৫৭) নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। উপজেলার কালামুড়িয়া গ্রামে কুমিল্লা-সিলেট মহাসড়কে গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
মোস্তফা কামাল ফেনীর ফুলগাজী উপজেলার পৈহারা এলাকার মৃত আলী আজমের ছেলে। তিনি কসবা থানার এসআই হিসেবে কর্মরত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ শাহীন জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কালামুড়িয়া গ্রামে টহলরত অবস্থায় একটি পিকআপভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন মোস্তফা কামাল। এ সময় তাঁকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এরই মধ্যে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিকআপভ্যানটি এখন পর্যন্ত আটক করা যায়নি।