ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল ও সন্ধ্যায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার নূরপুর গ্রামের বশির চৌধুরীর ছেলে ইলিয়াস হোসেন (৪৫) ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সোহাগাজী ইউনিয়নের সুলতানপুর গ্রামের নবালক মিয়ার ছেলে মোহন মিয়া (৭০)।
স্থানীয়রা জানায়, আজ বিকেলে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাইপাস এলাকা হয়ে আখাউড়া যাচ্ছিল ইলিয়াস। পথে পেছন দিকে থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে ইলিয়াসসহ তাঁর বন্ধু ছিটকে পড়ে। পরে আহত দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে ইলিয়াস হোসেনের মৃত্যু হয়।
এদিকে, আজ সন্ধ্যায় আখাউড়া পৌর শহরের রাধানগরে একটি অটোরিকশা মোহন মিয়া নামের এক পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মোহন মিয়ার মৃত্যু হয়।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহামেদ নিজামী জানান, নিহত ইলিয়াস খানের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা অটোরিকশা আটক করে থানায় দিয়েছে। তবে অপর দুর্ঘটনায় কারো মৃত্যুর খবর আমাদের কাছে আসেনি।