ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ডায়রিয়া রোগী, বাড়ছে দালাল-দৌরাত্ম্য
ব্রাহ্মণবাড়িয়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সেইসঙ্গে জেলা সদর হাসপাতালে বাড়ছে দালালদের দৌরাত্ম্য। কাঙ্ক্ষিত সেবাবঞ্চিত রোগীর স্বজনদের রয়েছে নানা অভিযোগ। তবে, সব রোগীকে সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
এদিকে, হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, বলছে জেলার স্বাস্থ্যবিভাগ। তবে, ডায়রিয়া নিয়ন্ত্রণে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুদ রয়েছে বলেও জানিয়েছে তারা।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৩৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আজ রোববার সকালে নতুন আরও ১৫ রোগী ভর্তি হয়েছেন। সে হিসাবে শুধু জেলা সদর হাসপাতালেই ডায়রিয়ায় আক্রান্ত ১৫২ জন ভর্তি রয়েছেন। ২০ মার্চের পর থেকে জেলায় বেড়েছে ডায়রিয়ার প্রকোপ।
রোগীর স্বজনদের অভিযোগ, রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়েছে। অন্যদিকে, চিকিৎসকেরা নিয়মিত না আসায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা।
সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ৩২টি আসন থাকলেও রোগীর চাপ বেড়ে যাওয়ায় মেঝেতে অবস্থান করেই নিতে হচ্ছে চিকিৎসা।
জেলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নারী, শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। জেলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এখন রোগীদের উপচে পড়া ভিড়।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মো. একরামউল্লাহ বলেছেন, ‘জেলায় ডায়রিয়ার প্রকোপ কিছুটা বেড়েছে। এ পর্যন্ত ১৩৫ জনের মতো আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালে চাপ বেড়েছে। চিকিৎসক, নার্সরা সাধ্যমত সেবা দিচ্ছেন। যেকোনো পরিস্থিতি তাঁরা মোকাবিলার জন্য প্রস্তুত আছেন।’
জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ডায়রিয়া ও কলেরার স্যালাইন মজুদ আছে বলে জানান সিভিল সার্জন।