ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল মাদকদ্রব্য ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময় জব্দ করা প্রায় আড়াই কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছেন আদালত। আজ বুধবার (১১ জানুয়ারি) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সংলগ্ন এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালিত হয়।
আধুনিক চুল্লি ও রোলার মেশিন ব্যবহার করে নিষ্পত্তি করা এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদক ও আলামতের মধ্যে রয়েছে এক কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৪৭০ টাকার গাঁজা, ৪৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকার ইয়াবা ট্যাবলেট, চার লাখ ১০ হাজার টাকার ফেনসিডিল, নয় লাখ চার হাজার ৮০০ টাকার নিষিদ্ধ স্কফ সিরাপ, এক লাখ ৭৫ হাজার ৫০০ টাকার বিদেশি মদ, দুই লাখ ৪৯ হাজার টাকার চোলাই মদ, আট লাখ ৪০ হাজার টাকার টেপেনটাডাল ট্যাবলেট, এক হাজার ৪৫০ টাকার ডেক্সোরেন্স সিরাপ, পাঁচ হাজার ৮৫০ টাকার অবৈধ ভারতীয় সানসিল্ক শ্যাম্পু ও এক লাখ ৩০ হাজার ৫০০ টাকার বাজি।
এ সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরেফিন আহমেদ হ্যাপি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ রায়হান ভুইয়া, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান রকি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামিউল আলম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাগত সাম্য, আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনী ও কোটের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।