ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা : আরও ৬০ জন গ্রেপ্তার
গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত মোট ১৬৮ জনকে গ্রেপ্তার করা হলো।
এদিকে এই সহিংসতার ঘটনায় গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আরও দুটি মামলা করা হয়েছে। ইউনাটেড কলেজ ও উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজের পক্ষ থেকে এই দুই মামলা করা হয়। এ নিয়ে এই সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত মোট ৫১টি মামলা করা হয়েছে।
এর মধ্যে সদর থানায় ৪৫টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুটি ও আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। এসব মামলায় ২৮৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সহিংস ঘটনাগুলোর স্থির চিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন জানান, এখন পর্যন্ত জেলার তিন থানায় ৫০টি মামলা ও আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলাসহ মোট ৫১টি মামলা করা হয়েছে।