ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা : ২০ মাদ্রাসাছাত্রকে বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ মার্চ সরকারি স্থাপনায় হামলার অভিযোগে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া নামের এক মাদ্রাসার ২০ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
আজ সোমবার রাতে মাদ্রাসার শিক্ষাসচিব মুফতি শামছুল হক সরাইলী স্বাক্ষরিত এক আদেশে তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কার হওয়া ছাত্ররা হলেন আশেকে এলাহী, আবু হানিফ, মিছবাহ উদ্দিন, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, মুবারক উল্লাহ, বুরহানুদ্দীন, আব্দুল্লাহ আফজাল, জুবায়ের, হিজবুল্লাহ রহমানী, শিব্বির আহমেদ, জুবায়ের, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, সোলাইমান, রাকিব বিল্লাহ, তারিক জামিল ও হাবিবুল্লাহ।
বহিষ্কার আদেশে বলা হয়, ‘ভর্তি পালনীয় শর্তাবলীর ২৫ নম্বর ধারায় মাদ্রাসার সমুদয় রীতিনীতি ও আইন-কানুন অমান্য করে হুজুরদের বাধাকে উপেক্ষা করে গত ২৬ মার্চ সরকারি স্থাপনায় আক্রমণ করার সংবাদ পাওয়ার ভিত্তিতে তাঁদের (২০ ছাত্র) বহিষ্কার করা হলো।’
এর আগে গতকাল সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হেফাজতের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী প্রচার সম্পাদক ও জেলার জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি জাকারিয়া খানসহ নতুন করে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসব ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত ৩৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে হামলার ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন মুফতি জাকারিয়া। জ্যেষ্ঠদের নির্দেশেই তিনি এ কাজ করেছেন বলে পুলিশকে জানিয়েছেন।
গতকাল সোমবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সহিংস ঘটনাগুলোর স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় হেফাজত ইসলাম। এ সময় ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা।
এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। গতকাল সোমবার পর্যন্ত এসব মামলায় ৩৬৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।