ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী অদ্বৈত মেলা শুরু রোববার
‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের সেই প্রখ্যাত ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের জন্মবার্ষিকী আগামী রোববার। ১৯১৪ সালে এদিনে তৎকালীন কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া মহকুমার গোকর্ণ গ্রামে জন্ম নেন এই কিংবদন্তি। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে তাই শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী মেলা। মেলায় থাকবে আবৃত্তি, সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি।
জানা গেছে, ‘তিতাস আবৃত্তি সংগঠন’র উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ইউনির্ভাসেল মেডিকেল সার্ভিসের সহায়তায় এই মেলার আয়োজন করা হয়েছে। অদ্বৈত মেলার উদ্বোধন করবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে সাংস্কৃতিক পর্বে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ ফরিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মেলার দ্বিতীয় দিন ২ জানুয়ারি ছড়া সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস। সাংস্কৃতিক পর্বে যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সমাপনী দিনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম। সাংস্কৃতিক পর্বে সংরক্ষিত নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন জানান, করোনার কারণে দুবছর বন্ধ থাকার পর এবার মেলার আয়োজন করা হয়েছে। মেলা উপলক্ষে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও একজনকে অদ্বৈত সম্মাননা দেওয়া হচ্ছে। এ বছর অদ্বৈত সম্মাননা পাচ্ছেন অদ্বৈত গবেষক মানিক রতন শর্মা। এ ছাড়াও সাংস্কৃতিক পর্বে দেশের স্বনামধন্য আবৃত্তিশিল্পীদের বাইরেও ভারত থেকে শিল্পীরা অংশগ্রহণ করবেন।