ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের সহকারী প্রচার সম্পাদকসহ গ্রেপ্তার আরও ১০
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতের ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী প্রচার সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি জাকারিয়া খানসহ নতুন করে আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৬৯ জনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে হামলার ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন মুফতি জাকারিয়া। জ্যেষ্ঠদের নির্দেশেই তিনি এ কাজ করেছেন বলে পুলিশকে জানিয়েছেন।
আজ সোমবার জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সহিংস ঘটনাগুলোর স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুটি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে।